বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলার কালপোহা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা দোয়া ও চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নাসিরুল ইসলাম চাতকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আকরামুজ্জামান, আঃ মান্নান মোল্যা ও ১০ম শ্রেনীর শিক্ষার্থী মনিরা সুলতানাসহ প্রমুখ।
আলোচনা পরবর্তী ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদৎ বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
অপরদিকে, শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৭টায় উপজেলার ব্যাসদী নবী সংঘের আয়োজনে নবী সংঘ মিলনায়তনে মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলাল, রায়পুর বকশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, ব্যাসদী সরকারী প্রাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান জুয়েল, ফরিদপুর চিনিকল কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, নবী সংঘের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ফুয়াদ, আক্কাস কবির, মোঃ সলিম শেখ ও মোঃ হাকিম শেখসহ প্রমুখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাসদী স্কুল পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ বাবলু শেখ।