সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশনে ৭ কলেজের শিক্ষার্থীরা

একুশের কণ্ঠ অনলাইন:: ঢাকা অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে প্রেসক্লাবে আমরণ অনশনে বসেছে৷ প্রায় ৩ মাস ধরে চলমান এ আন্দোলনের অংশ হিসেবে রোববার (২০ আগস্ট) প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন তারা৷

শিক্ষার্থীদের এক দফা দাবি হলো, তারা তিন বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উন্নীত হতে চান।

তারা জানান, বিলম্বে ফলাফল প্রকাশের জন্য তারা যেহেতু পরবর্তী বর্ষের জন্য প্রস্তুতি নিয়েছে এবং টেস্ট ও ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করেছে। তাই সিজিপিএ বা জিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সকল পরীক্ষা দিতে তারা অস্মমতি জানাচ্ছেন। তারা নির্ধারিত সিজিপিএ বা জিপিএ শিথিল করে, তিন বিষয়ের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উন্নীত হতে চান।

গত ২০ জুন নীলক্ষেতে শুরু হয় তাদের এই আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সহপাঠীদের হয়রানির অভিযোগ সহ আরো কিছু দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ তারা জাতীয় প্রেসক্লাবে মিলিত হয়েছেন এবং আমরণ অনশনের ডাক দিয়েছেন৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com