রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

জাতির পিতার স্বপ্ন পুরণ করাই আমাদের লক্ষ্য, জনপ্রশাসনমন্ত্রী

মো.সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ॥
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ হিসেবে গঠন করা হবে।আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা।জনগণের সেবক হয়ে আমরা গণমানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই।শুক্রবার (৫ জুলাই) রাত ৯টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সৌজন্য মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।মন্ত্রী ফরহাদ হোসেন এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনারা প্রতিবারই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেন।আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ফরিদপুর এলাকা।এই এলাকার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে।আপনাদের এলাকায় যে প্রতিনিধিত্ব করছেন তিনি একজন গর্বিত নেতা।আমরা সেই রহমান ভাইকে অনুসরণ করে রাজনীতি করি।তার বক্তব্য শুনে আমরা উজ্জীবিত হই।

আমাদের প্রশাসন সব সময় আপনাদের সেবা দেওয়ার জন্য পাশে আছে।এর আগে বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে নিজ সংসদীয় এলাকা মেহেরপুরে যাওয়ার পথে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের আমন্ত্রণে ফরিদপুরে যান জনপ্রশাসনমন্ত্রী।এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এরপর জনপ্রশাসনমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com