শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

জাকেরকে নিয়ে তৃতীয় ওয়ানডে দল ঘোষণা, লিটন বাদ

স্পোর্টস রিপোর্টার:: নতুন বছরে টি-টোয়েন্টি সিরিজের পর ইতোমধ্যে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত’র দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কানরা। ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই।

এর আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। যেখানে দলে রাখা হয়নি লিটন দাসকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন লিটন। এবার একই কারণে বাদ পড়লেন তিনি। লিটনের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করে বিসিবি। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’

দল থেকে বাদ পড়ে লিটন আজ বিকেলে ৩টা ১০ এর ফ্লাইটে ঢাকায় ফিরছেন। আবার ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেয়ার কথা।

চট্টগ্রামে চলা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে একটি রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাকে বাদ দেয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে।

এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন লিটন। সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ৪৩ রান। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে।

অপর দিকে জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৬৮ রান। শ্রীলঙ্কার দেয়া ২০৭ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের। ৩ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com