মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

জাকার্তায় এশিয়া কাপ হকি বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ২৩ মে থেকে ১ জুন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২০ এপ্রিল বুধবার রাজধানীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে চেক তুলে দেন মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু জাফর। আগামী মাসে বাংলাদেশ জাতীয় হকি দল দুটো বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। ৬-১৫ মে পর্যন্ত ব্যাংককে এশিয়ান গেমস বাছাই আর ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত জাকার্তায় এশিয়া কাপ হকি। এই দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) পাশে এসে দাঁড়িয়েছে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

 

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে চেক তুলে দেন মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু জাফর

বাহফেকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দিয়েছে ব্যাংকটি। চেক হস্তান্তর পর্ব শেষে বাংলাদেশ জাতীয় হকি দল বাহফের সভাপতির সঙ্গে এক ফটোসেশনে অংশ নেয়। এ সময় জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোপিনাথান ইমান কৃষ্ণমূর্তি, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ হকি দল সাভারের জিরানির বিকেএসপিতে অনুশীলন করছে। গত ১২ এপ্রিল ৩৬ জন নিয়ে অনুশীলন শুরু হওয়ার পর মঙ্গলবার সেই সংখ্যা ২০-এ নামিয়ে আনা হয়। এই স্কোয়াড ব্যাঙ্কক যাওয়ার আগ পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে। ৩ মে এশিয়ান গেমস বাছাইয়ে অংশ নেয়ার লক্ষ্যে ব্যাঙ্ককের উদ্দেশে দেশ ছাড়ার কথা জিমিদের।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের ॥ এশিয়ান গেমসের মূলপর্বে খেলতে হলে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। কিন্তু সেরা ছয় নয়, বাংলাদেশের লক্ষ্য এই আসরে চ্যাম্পিয়ন হওয়া। এবারের বাছাইয়ে ১০ দল নিয়ে হওয়ার কথা জানিয়েছেন বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ। তবে এখনও গ্রুপিং না হওয়ায় বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

২০ এপ্রিল বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের ডিফেন্ডার খোরশেদুর রহমানে বলেন, ‘প্রতিটা দলই উন্নতি করছে। যারা খেলতে আসছে সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসবে। আমাদেরও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, চ্যাম্পিয়ন হতেই আমরা যাচ্ছি। কারো জন্যে টুর্নামেন্ট সহজ হবে না, আমাদের জন্য বেশ কঠিন হবে। আমরা সবাই অনেকদিন ধরে একসঙ্গে আছি, আশা করি ভালকিছুই হবে।’

দলের মালয়েশিয়া কোচের ওপর ভরসা রাখছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। গত এশিয়ান গেমসে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ আর এশিয়ান কাপের ছয় দলের টুর্নামেন্টে ষষ্ঠ হয়ে আসর শেষ করে লাল-সবুজের জার্সিধারীরা। তবে এবার উন্নতি করার কথা জানালেন জিমি, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলব। আমাদের যে কোচ খুব ভাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com