বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : দৈনিক যুগান্তর পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ শওকতের সঞ্চালনায় সভায় জয়পুরহাটের ক্ষেতলালে কেক কেটে, আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা আসরাঙ্গা দিঘীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালেরকণ্ঠ ও নিউজ টোয়েন্টিফোরের জয়পুরহাট জেলা প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরী।
সন্ধ্যায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- ক্ষেতলাল থানার এসআই বেলাল হোসেন, এএসআই মোতালেব হোসেন, তারাজুল ইসলাম, সাংবাদিক ওয়াকিল আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক।
আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মতিয়র রহমান, নয়াদিগন্তের ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি প্রভাষক আনোয়ার হোসেন, আজকালের প্রতিনিধি আজিজুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি প্রভাষক আখতারুজ্জামান তালুকদার, ভোরের ডাক প্রতিনিধি একরামুল ইসলাম উজ্জ্বল, যায়যায়দিন প্রতিনিধি এসকে মুকুল হোসেন, মানবজমিন প্রতিনিধি আবু হাসান, আজকের কাগজ প্রতিনিধি আব্দুল হাই মিলনসহ উপজেলার সব সাংবাদিকরা।