শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকার নবাবগঞ্জে কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে বসতবাড়িতে হামলা চলিয়ে সন্ত্রাসী হামলা, বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের অভিযোগ উঠেছে। বসতঘর ভেঙ্গে দেয়ায় ওই পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। ফলে সন্ত্রাসীদের হুমকির মুখে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে প্রকৃত জমির মালিকরা।
অভিযোগ সুত্রে জানা গেছে, তেলেঙ্গা গ্রামের সিমা বেগমের সঙ্গে প্রতিবেশী সুলতান শেখের ছেলে আইয়ুব আলীর সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সিমা বেগমের পরিবার বাড়িঘর নির্মাণ করে বহু বছর থেকে সেখানে বসবাস করে আসছে। হঠাৎ আইয়ুব আলী ওই জমির দাবিদার সেজে তা বেশ কয়েকবার দখল করার চেষ্টা করে। এরই জের ধরে গত বুধবার ১৩ ডিসেম্বর গভীর রাতে আকস্মিকভাবে সিমা বেগমের বাড়িতে হামলা চালায় এবং বাড়ি ঘর ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। সকালে কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির আহমেদ বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন।
এ ব্যাপাওে কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির আহমেদ বলেন, বিবাদী আইয়ুব আলী সিমা বেগমের মধ্যকার বিরোধ মিমাংসা করার জন্য গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে কয়েক দফা বিচার কার্য সম্পন্ন হয়। এতে সিমা বেগমের মালিকানা পাওয়া গেলেও আইয়ুব আলীর মালিকা স্বত্ব পাওয়া যায়নি। এরপর থেকে আইয়ুব আলী জোর করে সন্ত্রাসীদের দিয়ে বাড়িটি দখলের পরিকল্পনা করে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদ সালমান এফ. রহমান এমপির কাছে সহায়তা চেয়েছেন পরিবারটি।