সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত জেরে শ্বশুর ও ভাতিজার বৌকে পিটিয়ে হাসপাতালে পাটালো সন্ত্রাসীরা

লালমনিরহাট প্রতিনিধি:: জমির সামান্য আইল (জমির সীমানা) কাটাকে কেন্দ্র করে চাচা আবুল হোসেন ও ভাতিজার বৌ দিলরুবা বেগমকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে এরশাদ, দুলু, আব্দার ও আসাদুল গং এর বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত আবুল হোসেন ও দিলরুবা বেগম সঙ্গাহীন অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে এ ব্যাপারে বাদি হয়ে চারজনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দিলরুবার স্বামী মোঃ আনারুল হক।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আবুল হোসেনের সাথে একই এলাকার এরশাদ গং এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার (১ জুলাই) আবুল হোসেনের ভাতিজা জমিতে ধানের চারা রোপন করবে বলে জমির আইল (সীমানা) কেটে জমি তৈরী করে। এতে জমির আইল একটু বেশি কেটে ফেলেছে বলে অভিযোগ করে এরশাদ গং। পরে তারা সন্ধ্যার পর রড, ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। এ সময় কেন তারা তার বাড়িতে এসে গালিগালাজ করছে জানতে চাইলে এরশাদ, দুলু, আব্দার ও আসাদুল রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। এতে আবুল হোসেন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। এরপরেও সন্ত্রাসীরা তাকে পেটানো অব্যাহত রাখে। এসময় চাচা শ্বশুরকে বাঁচানোর জন্য ভাতিজার বৌ দিলরুবা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও বেধরক মারপিট করে সঙ্গাহিন করে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাদের বাচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা আবারও তাদের দেখে নেয়ার হুমকী প্রদর্শন করে পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আহত আবুত হোসেন ও দিলরুবা বেগম সঙ্গাহীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, এ ব্যাপার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com