মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

জমি লিখে না দেওয়ায় পিতার দু’পা ভেঙে দিলো দুই ছেলে

রাজবাড়ী প্রতিনিধি॥ পৃথিবীতে যখন পুত্র সন্তান আসে সবচে বেশি খুশি হয় জন্মদাতা পিতা, আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিলিয়ে সেই আনন্দ অন্যের সাথে ভাগাভাগি করতে সময় পার করে সেই মানুষটি হলো বাবা। তার পর শুরু হয় রাতের পর রাত জেগে থাকা সন্তানের জন্য আরো কত কি করতে হয় বাবাকে সন্তানের জন্য। আর সেই আদরের সন্তান যখন রড দিয়ে পিটিয়ে পিতার পা ভেঙে দেয় তখন মনে হয় যেন আর বেঁচে থেকে কি হবে এই নিষ্ঠুর পৃথিবীতে। জীবনত্ব লাশ হয়ে বেঁচে থাকা।

এমন একটি ঘটনা ঘটেছে রাজবাড়ী শহরের পৌর এলাকার ৮নং ওয়াড আওয়ামী লীগের সহ-সভাপতি (৬০) বছর বয়সী বৃদ্ধ আব্দুর রব মুন্সীর সাথে।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে আকরাম ও লিমন নামে দুই ছেলে বাবা রব মুন্সীকে বাড়ি সহ জমি লিখে দিতে চাপ দেয়। রব মুন্সী জমি লিখে দিতে রাজি না হওয়ায় দুই ছেলে মিলে তাকে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে। এমনটাই দাবি আহত রব মুন্সীর।

আব্দুর রব মুন্সী জানান, পশ্চিম ভবানিপুর গ্রামের আমার ৩০ শতাংশ জমির উপর একটি বাড়ি আছে। সেই বাড়ির মধ্য থেকে আমি ১৫ শতাংশ জমি বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা ব্যাংকে রেখে লাভের টাকা দিয়ে বাকী জীবন চলতে চাই। কারন ছেলেরা আমাকে দেখে না তারা তাদের মত চলে। আমি এই বয়সেও মশাড়ি বিক্রি করে সংসার চালাতে হয়। তাই আমি নিজের চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ছেলেরা বিক্রি করতে বাধা দেয়। শুক্রবার বিকেল ৫টার দিকে দুই ছেলে মিলে আমাকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। তিনি আরো বলেন, আমি আহত অবস্থায় বাড়িতেই পরে ছিলাম। কেউ আমাকে হাসপাতালে আনতে চাই নি। পরে রাত ৮টার দিকে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, রড দিয়ে আঘাত করার কারনে তার দু’পায়ের অধিকাংশ হাড় ভেঙে গেছে। দ্রুত তার পায়ের অপারেশন করতে হবে। তা না হলে তার পা দুটি হারাতে হতে পারে। তাই তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার নবাগত ওসি স্বপন কুমার মজুমদার জানান, এমন একটি ঘটনা সত্যি খুবই দুঃখজনক। খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠিয়ে রব মুন্সীর খোঁজ নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com