সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধে দুই ভাতিজার লাঠির আঘাতে মোজাফফর হোসেন (৬৫) নামে আপন জ্যাঠার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ঢাকা হৃদরোগ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেঠা মোজাফফর হোসেনের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ওই এলাকার মাহিমুদ্দিনের পুত্র মোজাফফর হোসেনের সাথে বেশ কিছু দিন ধরে তার ভাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩ অক্টোবর এ নিয়ে জেঠা মোজাফফর হোসেনের সাথে জাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের তর্ক শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা লিখন ও লিমনসহ প্রতিবেশী বাবুল মোজাফফর হোসেনকে লাঠি দিয়ে বেধরক মারপিট করেন। এতে তিনি গুরুত্বর আহত হলে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশংকা জনক হলে ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মোজাফফর হোসেনের ছোট ছেলে সুজন ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।