রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

জবি উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১১ নভেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, হাসপাতালে উপাচার্যের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তা মো. ইসরাফিল হোসেনসহ আরও বেশ কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য ইমদাদুল হকের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

ড. মো. ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য। তিনি ২০২১ সালের ১ জুন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ পান। গত সেপ্টেম্বরের শুরুর দিকে উপাচার্য ড. ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে যান। সেখানে রেডিও থেরাপি দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন এই উদ্ভিদবিজ্ঞানী। দেশে আসার পর আবারো অসুস্থ হলে তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়া হয়।

উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

উপাচার্য ইমদাদুল শিক্ষাঙ্গন ছাড়াও একাধিক পেশাজীবী সংগঠনের সদস্য ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও ভূমিকা রেখেছেন। দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে তার ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একাধিক বইয়ের সহ-সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com