শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: ঢাকা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন৷
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে দলীয় নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সালমান এফ রহমান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন মানেই প্রতিযোগিতা। এই আসনে জাতীয় পার্টি নির্বাচন করবে এতে নৌকার কোন প্রভাব পড়বে না৷ জনগণের কাছে সবার ভোট চাওয়ার অধিকার রয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবেন।
সালমান এফ রহমান আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোন চাপ নেই৷ নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ হবে। শেখ হাসিনার নির্দেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে৷
পরে, উপজেলা থেকে সড়কে বের হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালমান এফ রহমান। এসময় তিনি নৌকা মার্কায় ভোট চান৷
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আ.লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাংগঠনিক সম্পাদক লাবণ্য ভূঁইয়া, উপজেলা আ.লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ৷