শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

জনগণের কোন মূল্য তাদের কাছে নেই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশটাকে উন্নয়নের কথা বলে মানুষকে বোকা বানাচ্ছে প্রতারণা করছে জনগণের কোন মূল্য তাদের কাছে নেই কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়।

তিনি বলেন, তাই আমরা বলেছি আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের সরকারকে পদত্যাগ করতে হবে।

শনিবার (২১ জানুয়ারী) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, তোমরা থাকলে নির্বাচন কোনদিনই ভালো হবে না ওরা চুরি করবেই লুট করবেই আবার কি ইভিএম একটা মেশিন বের করেছে এটা এমন একটা মেশিন যে আপনি ভোট দিবেন ধানের শীষে চলে যাবে নৌকাতে। আপনাকে কোন কাগজ দিবে না এই মেশিনে ভোট দিলে সব সময় একটা কাগজ দেয়ার কথা যে আপনি কোথায় ভোট দিলেন তার ডকুমেন্ট। ইন্ডিয়া সহ অন্যান্য রাষ্ট্রে ওখানে এই সিস্টেম আছে কিন্তু ভোট দিলে এখানে কোনরকম ডকুমেন্টস দেয়া হয় না। আমরা এবার এরকম ভোট আর করতে দেব না পরিষ্কার কথা বিদায় হন সসম্মানে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্য শেষে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পাঁচ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com