বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনায় নিহতের বাবা খাইরুল আমিন থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে আদিতমারী থানার ওসি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এসময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই রবিউল তার হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাই মিজানুরের মাথায় আঘাত করে। কোদালের আঘাতে সাথে সাথে মিজানুর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে মিজানুরকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রংপুর মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরন করেন।

নিহতের বাবা খায়রুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com