বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ছাত্র-জনতার ঢল, স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার

ছাত্র-জনতার ঢল, স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার

অনলাইন প্রতিবেদক:: সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা, আমজনতা ও শ্রমজীবী মানুষের একের পর মিছিল ঢুকছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেইসাথে মিছিলগুলো হাত উঁচিয়ে অভিনন্দন জানাচ্ছে সবাই। নানা মতাদর্শের ও শ্রেণীর মানুষ এখানে এসে স্লোগান দিয়ে যাচ্ছেন।

শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, লোকে লোকারণ্য হয়ে গেছে এলাকা। একের পর এক মিছিল আসছে। সাইন্সল্যাব ও ধানমন্ডি হয়ে একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ স্লোগান দিয়ে যাচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও ছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভে যোগ দিতে ’৭১-এর রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ব্যানারে মুক্তিযোদ্ধারা এসেছেন। এর আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।

তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন’ ইত্যাদি।

উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা মাথায় ও হাতে দেশের লাল-সবুজের পতাকা বেঁধেছেন।

সারাদেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com