মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ছাত্রলীগ কর্মী রাজু হত্যায় ছয়জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ছাত্রলীগ কর্মী নূরুল আলম রাজুকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়। দোষ প্রমাণ না হওয়ায় ১৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটির ২২ আসামির মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার অন্য আদালতে চলছে। দোষ প্রমাণ না হওয়া খালাস পেয়েছেন ১৪ জন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খোরশেদ, জহির, রকি, আইয়ুব, দীপু ও ইমন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ কর্মী রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বাকিরা পলাতক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com