মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

চৈত্র সংক্রান্তি উপলক্ষে নবাবগঞ্জে ঐতিহ্যের গরু দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাওয়ালিয়া নবজাগরণ যুব সংঘের উদ্যোগে এই গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোববার(১৩ এপ্রিল) বিকেলে ভাওয়ালিয়া ফসলি জমির মাঠে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০/২২ টি ষাড় গরু এ প্রতিযোগিতায় অংশ নেয়।

আয়োজক কমিটি জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ক্লাবের ছেলেরা এই গ্রাম্যমেলা ও গরু দৌড় প্রতিযোগতার আয়োজন করেছেন। অন্যান্য বছরের মত আজকের এই অনুষ্ঠানে বিজয়ীদের জন্য টেলিভিশন, মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উৎসব মুখর পরিবেশে এ মেলায় দর্শনার্থীও ছিলো চোখে পড়া মতো। সারাদিনের ক্লান্তি দূর করতে বিকেলের এ মেলা যেন অনেকের কাছে আনন্দের মিলনস্থল।

চৈত্র সংক্রান্তির এই মেলা ও গরু দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই উৎসুক জনতার ঢল নামে। প্রখর রোদ উপেক্ষা করেই মাঠের চারপাশে ভীড় জমায় নানা বয়সী নারী-পুরুষ ও তরুণ তরুনীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এখানে আসা চুন্নু মোল্লা বলেন, চৈত্রের শেষদিনে এ মেলা বসে থাকে। অনেকেই শখ করে পরিবার নিয়ে ঘুরতে আসেন। তিনিও গরু দৌড় দেখতে এসেছেন। এ দিকে চৈত্র মেলাকে ঘিরে বিভিন্ন খাবার ও শিশুদের খেলনার দোকান বসেছে রাস্তার পাশে।

মো. ঝন্টু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ ও যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেন্টু মোল্লা।

এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে গরু দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com