মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় যুবলীগের সম্পাদক বহিস্কার

লালমনিরহাট প্রতিনিধি::

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলী মুর্ত্তুজা সাথীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) রাতে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. রেফাজ রাঙ্গা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে উপজেলা যুবলীগের কার্যনির্বাহি কমিটির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, লালমনিরহাটের তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মৃত্যুতে তাদের পদগুলো শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যার ফলে তিনটি পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থীরা নিজ নিজ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে তিনজন, গড্ডিমারী ইউনিয়নে সাতজন ও কালীগঞ্জ উপজেলা দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র দাখিল করেন।

এদিকে শনিবার (৩ অক্টোবর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখে হাতীবান্ধা উপজেলার নৌকার দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

দলের মনোনয়ন না পেলেও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী মর্ত্তুজা সাথী মনোনায়ন প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে থেকে যান। এ বিষয়ে শনিবার রাতে উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলগ্রাম ইউনিয়ন যুবলীগের সম্পাদকের পদ থেকে সাথীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাথীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে তাকে ও জেলা কমিটিতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com