রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

চেক প্রতারণা মামলায় প্রতারক আল মামুনের জরিমানা ও সাজা

চট্টগ্রাম প্রতিনিধিঃ ২ অক্টোবর চেক প্রতারণা মামলায় চট্টগ্রাম -এ এসটি ১৩৭৪/২০ নং মামলায় প্রতারক আসামী আল মামুন এর বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাহাকে দশ লক্ষ  টাকা জরিমানা ও  এক বছরের সাঁজা প্রদান করেন যুগ্ম মহানগর দায়রা জর্জ আদালত।

আসামী মামলা থেকে বাঁচার জন্য উক্ত মামলার অসহায় গৃহবধূ বাদিনী কুলসুমা বেগম কে সমাজে হেয় করার জন্য উক্ত বাদিনীর বিরুদ্ধে কোন মামলা না থাকা সত্ত্বেও তাহাকে মাদক সম্রাজ্ঞী আখ্যা দিয়ে উক্ত প্রতারক আল মামুনের কিছুৃ সন্ত্রাসী সঙ্গী ও বস্তিপাড়া থেকে টাকার বিনিময়ে কিছু মহিলা নিয়ে হালিশহর বড়পুল এলাকায় মানববন্ধন ও মিছিল করে সমাজের চোখে ধুলো দিতে চাই।

মানববন্ধন ও মিছিলের আরেক প্রতারক সেলিনা আক্তার কেও এসটি মামলা নং- ৩৮৬৬/২০ মামলায় পাঁচ লক্ষ টাকা জরিমানা ও  ছয় মাসের সাঁজা প্রদান করেন। মাননীয় আদালত উভয়ই প্রতারক আল মামুন ও সেলিনা আক্তার কে সরাসরি জেল হাজতে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com