বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

চেক জালিয়াতির মামলায় পলাতক ইউপি সদস্য কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠিতে চেক জালিয়াতির মামলায় ইউপি সদস্য জেল হাজতে গিয়েছে। শনিবার রাতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ইউপি সদস্য মো. শাহিন হাওলাদারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মামলায় রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

শাহিন হাওলাদারের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারা প্রমান হওয়ায় ১৫ এপ্রিল ঝালকাঠি যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. শামীম আহম্মেদ বিবাদীকে ৬মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২,৭৬,০০০ টাকা দণ্ডিত করেন।

বিবাদী শাহিন হাওলাদার বাদীকে দেওয়া ২,৭৬,০০০ টাকা চেকটি ডিজঅনার করে আদালতে মামলা (নং ১৯১/২০২৩) দায়ের করলে বিচারক তা আমলে নিয়ে বিচারিক কর্যক্রম শুরু করেন। রায় ঘোষণার সময় আসামী শাহিন হাওলাদার পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com