বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় শাড়িহ ওই দেশের তিন নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। সন্ধ্যায় উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী শ্যামপুর বিজিবি মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয়ের নয়াগোপালগঞ্জ গ্রামের রজত ভৌমিকের মেয়ে সন্ধ্যা ভৌমিক (৪৪), চিত্তরঞ্জন দাশের স্ত্রী মঞ্জু দাস (৬০), পেট্রাপোল গ্রামের আইয়ুব সাহাজীর ছেলে সালাম সাহাজি (২৫), বাংলাদেশের যশোরের শার্শার সাদিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে ছাব্বির (২০) ও মিন্টু রহমানের ছেলে মেহেদী হাসান (২২)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, দর্শনা জয়নগর সীমান্তের দিক থেকে আসা একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।