শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮০ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গাতে মারা গেছেন ১৬৩ জন এবং জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৭ জন।

এদিন নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৬ জনে। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ১৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ কয়েকদিন ধরে নমুনা সংগ্রহ করা কমিয়ে দেওয়ায় শনাক্তের সংখ্যাও কমেছে। সেইসঙ্গে চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যুর সংখ্যাও কিছুটা কমছে।

শনিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বলেন, বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্তকৃত সক্রিয় রোগী ১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে হাসপাতালে ৮৪ জন এবং বাড়িতে রয়েছেন ১ হাজার ৭৬৫ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।

শনিবার রাতে স্বাস্থ্য বিভাগের কাছে ২১৪টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ৫২ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ১৯ জন, আলমডাঙ্গায় আটজন, দামুড়হুদায় ১১ জন এবং জীবননগরের ১৪ জন রয়েছেন। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২ হাজার ১০১ জনের।

শনিবার নতুন করে আরও ১৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ২২ হাজার ৪৬০ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে ১৮০ জন মারা গেছেন। এর মধ্যে জেলায় মৃত্যু হয়েছে ১৬৩ এবং জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৭ জন। এ পর্যন্ত জেলায় মোট ৮৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com