বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, জনদুর্ভোগ চরমে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:: টানা তিন দিন যাবত চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র শীতে এ অঞ্চলের নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা সামান্য বেড়ে আজকালের মধ্যে শৈত্যপ্রবাহ কেটে যাবে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকেই চুয়াডাঙ্গা জেলায় জেঁকে বসেছে শীত। এসময় তাপমাত্রার পারদ ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করে। হঠাৎ গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে দাঁড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন শুক্রবার (১৩ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যদিয়ে এ জেলায় শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ। এরপর শনিবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। সকাল ৯টায় সামান্য একটু কমে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি আরও জানান, আশা করা যাচ্ছে এখন থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পেরে পারে। আজকালের মধ্যে শৈত্যপ্রবাহ বিদায় নিবে।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহের ফলে এ জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ সকালে বাইরে বের হচ্ছেন না। অপেক্ষা করছেন রোদ ওঠার। অনেকে আবার জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com