মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

চিরকুট লিখে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!

সৌদি আরব প্রবাসীর স্ত্রী আখি মনি

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী আখি মনি (১৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার আদিতমারি পশ্চিমপাড়া গ্রামে শশুর বাড়ি থেকে আখি মনি নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখি মনি লালমনিরহাট তালুক খুঁটামারা বত্রিশ হাজারী গ্রামের আইনুল হকের মেয়ে।

পারিবার সূত্রে জানা যায়, উপজেলার সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০ মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আখি মনির। এরপর থেকে আখি বাবার বাড়ি থেকে লালমনিরহাট ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আখি মনি। শনিবার সকালে আখি মনির শশুর নূর মোহাম্মদ আখিকে ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আখি মনির শয়ন কক্ষে একটি খণ্ড খণ্ড চিরকুট পাওয়া যায়। খণ্ড খণ্ড চিরকুট মিলিয়ে দেখা যায়, এতে লেখা রয়েছে ‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করো। তোমরা আমাকে আগামীকাল সকাল ১১টায় নিয়ে যাবা আমার জীবনে কিছু পাওয়ার নেই তোমরা আমাকে ক্ষমা করো।

এ বিষয়ে আখির বাবা আইনুল হক বলেন, আমার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর শাশুড়ীর নির্যাতনের কথা বলেছে। রাতেই তাকে নিয়ে আসতে বলেছিলো। আমি সকালে নিতে যাবো বলেছি। তার আগেই তার মৃত্যু হলো। সে নির্যাতনের স্বীকার হয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

তবে আখির শ্বশুর শাশুড়ীর বক্তব্য নিতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী থানার (ওসি) মাহমুদ উন নবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আখি আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com