বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর চিনকল প্রশিক্ষণ ভবন মিলনায়তনে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপক (হিসাব) খোন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মাদ খবির উদ্দিন মোল্যা।
নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপক (হিসাব) খোন্দকার আলমগীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ শাহিন মিয়া ও সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন। নির্বাচিত শ্রমজীবি ইউনিয়নের নেতৃবৃন্দ আগামী ২ বছর দায়ীত্ব পালন করবেন।