মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

চালকদের ক্ষোভ কারণে নির্ধারিত সময়ে দুটি ট্রেন চট্টগ্রাম ছেড়ে যায়নি

চট্টগ্রাম প্রতিনিধিঃ অতিরিক্ত ডিউটির সুযোগ-সুবিধা বাতিল করার খবরে ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের লোকো মাস্টাররা (ট্রেন চালক)। এ কারণে নির্ধারিত সময়ে দুটি ট্রেন চট্টগ্রাম ছেড়ে যায়নি।

বৃহস্পতিবার সোনার বাংলা বিকেল ৫টায় ছাড়ার কথা থাকলেও সেটি প্রায় ৪৫ মিনিট দেরিতে চট্টগ্রাম ছেড়ে যায়। মেঘনা এক্সপ্রেস বিকেল ৫টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও লোকো মাস্টার না থাকায় সেটি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী। তিনি বলেন, ট্রেন চালকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করে তা বাতিল করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর প্রতিবাদ হিসেবে চালকরা নির্ধারিত সময়ের পর ট্রেন নিয়ে যাচ্ছেন।

বেশ কয়েকজন লোকো মাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলে ১২০ জন লোকো মাস্টারের জায়গায় কর্মরত আছেন মাত্র ৬৫ জন। ১২০ জনের কাজ করছেন ৬৫ জন। অতিরিক্ত কাজের জন্য মাইলেজসহ (একটি ভাতা) বিভিন্ন সুযোগ-সুবিধা আগে দেওয়া হতো। কিন্তু রেলপথ মন্ত্রণালয় সেই সুযোগ-সুবিধা বাতিল করার খবরে লোকো মাস্টাররা অতিরিক্ত কাজ করছেন না।

বাংলাদেশ রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী সমিতির (ট্রেন চালক) সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, লোকবল সংকট থাকায় ট্রেনচালকরা এতদিন অতিরিক্ত কাজ করতেন। এজন্য সুযোগ-সুবিধাও পেতেন। কিন্তু হঠাৎ শুনছি মাইলেজ বাতিল করা হয়েছে। এ কারণে লোকো মাস্টাররা অতিরিক্ত ডিউটি না করায় ট্রেন দেরিতে ছেড়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com