রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভারত ফেরত আরও একজনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতফেরত আরও এক বাংলাদেশির শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৬ মে) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পজিটিভ ব্যক্তি হলেন ঠাকুরগাঁও জেলার সোনামুখী গ্রামের হাকিমের ছেলে মানিক। এ নিয়ে বুধবার পর্যন্ত আসা ৮০ জন বাংলাদেশির মধ্যে দুইজন করোনা পজিটিভ হলেন। এর আগে গত ২২ মে রাজশাহীর আব্দুস সাত্তার নামে ভারতফেরত একজনের শরীরে করোনা ধরা পড়ে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা ফিরতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনে এ বন্দর দিয়ে ১১ জন বাংলাদেশে এসেছেন। ভারতফেরতদের সবাইকে সদর উপজেলার কয়েকটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে গত বুধবার (১৯ মে) ২৪ বাংলাদেশি এ বন্দর দিয়ে বাংলাদেশে আসেন।

ভারত ফেরতরা সবাই নেগেটিভ ও করোনা সনদ নিয়ে এসেছেন এবং তাদের কারো দেহে অস্বাভাবিক তাপমাত্রা না থাকলেও সকলের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ভারত ফেরতদের কারো শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনো ফলাফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com