বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীরা হলো- শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মো. আলমগীরের মেয়ে মারিয়া (৯) ও একই এলাকার মো. রাসেল আলীর ছেলে শাকিল (৮)। তারা দুইজনই বামুনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে ক্লাস শেষে বাড়ি ফিরছিল মারিয়া ও শাকিল। পথিমধ্যে মহানন্দা নদীতে গোসলে নামলে পা পিছলে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com