মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ চাঁদা না দেয়ায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা রশিদ বেপারী বাজার এলাকায় এক সাউন্ড সিস্টেমের দোকানে তালা ঝুলিয়ে দিয়ার অভিযোগ উঠেছে ওয়াসিম বেপারী নামে এক সে”ছাসেবক লীগ নেতা বিরুদ্ধে।
মামলা ও ¯’ানীয় সূত্র জানা যায়, সখিপুর থানা সে”ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওয়াসিম বেপারী সহ ৫-৬ জন সন্ত্রাসীর কয়েকদিন আগে দোকান মালিক আতিকুর রহমানের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা গত বুধবার ২২ মে প্রকাশ্যে ওই দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয়।
এ ঘটনা আতিকুর রহমান বাদী হয়ে ওয়াসিম বেপারী (৫০) আরিফ বেপারী (৪২) আসিফ বেপারী (৩৭) সাইফ বেপারী (১৯) নাসিমুল চৌধুরী (৫০) ফরহাদ চৌধুরী (৩৭) সহ অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে উল্লেখ করে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত শরীয়তপুর অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি সখিপুর থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দেন।
মামলার বাদী আতিকুর রহমান বলেন, বেপারী বাজারে আমার একটি সাউন্ড সিস্টেমের দোকান রয়েছে। ¯’ানীয় সে”ছাসেবক লীগ নেতা ওয়াসিম বেপারী সহ ৫-৬ জন সন্ত্রাসী তার কাছে চাঁদা চেয়ে না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। আমি প্রাণ ভয়ে দোকান খুলতে পারছেন না।
এ বিষয়ে অভিযুক্ত ওয়াসিম বেপারী বলেন, আতিকুর রহমান এর সাথে আমার কথা-কাটাকাটি হয়। চাঁদাবাজির বিষয়টি মিথ্যা। আমার সাথে ঝামেলা করার কারণে আমার লোকজন তার দোকান তালা দিয়েছে।
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যব¯’া নেয়া হবে।