রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনা শনাক্তের হার নামল শূন্যে

চাঁদপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন পর চাঁদপুরে করোনা শনাক্তের হার শূন্যে নামল। রোববার নতুন কারো করোনা শনাক্ত হয়নি। ১১২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল শূন্য শতাংশ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান। তিনি আরও জানান রোববার কোনো রোগী সুস্থও হননি।

জেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৯৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন। ২৩৮জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৬৪২ জনকে।

বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com