রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১১

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে আরও ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫২২টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৯.৩৮ শতাংশ। এছাড়া সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোরা উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ এ তথ্য জানান। তিনি জানায়, একই দিনে ৪৪৯ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯৮ জন, ফরিদগঞ্জের ১৩ জন, হাজীগঞ্জের ৩৩ জন, মতলব দক্ষিণের ৬৯ জন, কচুয়ার ১০৮ জন, হাইমচরের ৩৭ জন, মতলব উত্তরের ৬২ জন ও শাহরাস্তির ২৯ জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭২১ জন। মৃতের সংখ্যা ২২০ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১ হাজার ৩১৩ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ১৮৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

এদিকে, করোনা আইসোলেশন ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন ফরিদগঞ্জের মূলপাড়া এলাকার তাজুল ইসলাম (৬৫), চাঁদপুর শহরের পশ্চিম শ্রীরামদী এলাকার আসাদ (৭০) ও চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী এলাকার নুর জাহান (৭০)। তারা সবাই করোনার উপসর্গে ভুগছিলেন। তবে তাদের নমুনা পরীক্ষা করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com