সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন ইসলামবাগ কালী এলাকার এই বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম আজ গতকাল (মঙ্গলবার) সকাল সোয়া ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি অ ইন্না লিল্লাহির রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। মৃত্যুকালে তিনি রেখে যান ২ ছেলে ৩ মেয়ে ও একমাত্র সহধর্মীনিকে। সে দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্তে ভুগছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।