সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: এ বছরের শুরুতে মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন এখন আর আশা করেন না জাতীয় দলের জার্সিতে খেলার। এখন কেবল খেলে যেতে চান, তা যেখানে যে ফরম্যাটেই হোক। সেদিন জানিয়েছিলেন আর হয়তো একটা-দুইটা সিজন খেলবেন তারপর ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। আজ জানালেন এ মৌসুমের পর ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন।
শনিবার (৪ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আসেন আশরাফুল। সেখানে এসে সোজা পা রাখেন সিসিডিএমে। উদ্দেশ্য ডিপিএলের দলবদল। এবারের আসরের জন্য সাবেক টাইগার অধিনায়ক চুক্তিবদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে।
সাংকাদিকরা জানতে চাইলে অবসরের বিষয়ে কথা বলেন আশরাফুল।
তিনি বলেন, ‘চলতি মৌসুমই হবে আমার ডিপিএলে শেষ মৌসুম। এরপরই অবসরের পথে হাঁটব। এছাড়া সামনে যে বিসিএল, এনসিএল আছে, সেগুলো থেকেও সরে যাব। মোট কথা এবারই আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটে সব ধরনের টুর্নামেন্ট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’