রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

চরমোনাই মাহফিলে ১৪ জন মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: তিনদিন ব্যাপী বাৎসরিক চরমোনাই মাহফিল ময়দানে ১০ জন এবং ট্রলার ডুবিতে চারজনসহ মোট ১৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে এ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল মিডিয়া উপকমিটির সহ-সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।

তিনি জানান, এই তিন দিনে মাহফিলে আগত কয়েক লাখ মুসল্লির মধ্য থেকে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মাহফিলে আসার উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রলারডুবিতে ৪ জন এবং মাহফিল ময়দানে আরও দশজন ষাটোর্ধ্ব মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাদের জানাজা শেষে মরদেহ নিজ নিজ স্বজনদের মাধ্যমে দাফনের জন্য এলাকায় পাঠানো হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল।

আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আখেরি মোনাজাতে প্রশাসনিক, রাজনৈতিক, সম্মানিত ওলামায়ে কেরাম, মুসল্লিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুমার পরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনের মাহফিলের এবারের আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com