সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: “মাদক ছাড়ো, মাঠে চলো” সুস্থ সুন্দর জীবন গড়ো, এই শ্লোগানে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর উচ্চ বিদ্যালের মাঠে ৫দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও বিট পুলিশিং সমাপ্ত হয়েছে।
বুধবার বিকালে ডাঃ মহসিন বেগ প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ এ এম আর্কিটেক্ট মুজাহিদ বেগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার নিজামউদ্দিন,মাদারীপুর কালকিনি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এস এম লুৎফর রানা, চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, চরভদ্রাসন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানও চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইলিয়াছ বেগ নান্নু। ৫দিন ব্যাপী ফুটবল,ক্রিকেট, দাবা, ব্যাটমিন্টন, মটর সাইকেল রেসিং ও শিশুদের দৌড় প্রতিযোগিতা অংশ নেওয়া দলগুলোর চুড়ান্ত প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।