সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:১১ অপরাহ্ন

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

চবি প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুটি গ্রুপ হচ্ছে সিক্সটি নাইন ও এপিটাফ। গ্রুপ দুটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানা যায়। এপিটাফ গ্রুপ সিক্সটি নাইন গ্রুপের জুনিয়র এক কর্মীকে আটক করার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com