শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৩০ জুলাই) সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এছাড়া মনিটরিং করতে কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন ইসি সূত্রে জানা গেছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. মহিউদ্দিন বাচ্চু। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকায় বাইক চলাচলসহ অন্য যন্ত্রচালিত যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশের তিন জন ও আনসারের দুজন সদস্য রয়েছে। অস্ত্র ছাড়া লাঠি হাতে আনসারের থাকবে ১০ জন সদস্য। একজন গ্রাম পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে প্রতি কেন্দ্রে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের একজন ও গ্রাম পুলিশের দুজন অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছে। আবার পুলিশের আটটি মোবাইল টিম ও চারটি মোবাইল স্ট্রাইকিং টিম, র‌্যাবের চার টিম ও চার প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com