সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

চট্টগ্রাম সীতাকুন্ডের বিস্ফোরণে সাহায্যের হাত বাড়ানো সবাইকে স্যালুট- তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে শনিবার আগুন লাগার পর কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত থেকেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাসে নিহতদের জন্য শোক এবং আহতদের জন্য প্রার্থনা জানিয়েছেন। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান ও লিটন দাসরা প্রার্থনা জানিয়েছেন।

যখনই এরকম কোনো কিছু হয় আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি, যা খুবই গুরুত্বপূর্ণ- রবিবার দুপুরেই সংবাদ মাধ্যমে এ কথা বলছিলেন তামিম ইকবাল। আর সন্ধ্যায়ই সীতাকুন্ডে বিস্ফোরণে সাহায্যের হাত এগিয়ে দেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যালুট দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম।

নিজের ফেসবুকে এসব স্বেচ্ছাসেবীর বেশ কিছু ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘অভাবনীয় পরিস্থিতিতে জাতি হিসেবে আমরা এক আবারো প্রমাণিত হলো। অনাকাক্ষিত ঘটনার তীব্রতা এবং বিস্তৃতি আমরা আঁচ করতে পারিনি কিন্তু পাশে থাকতে ঝাঁপিয়ে পড়েছি।’

প্রায় ২০ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সীতাকুন্ডের কনটেইনার ডিপোর আগুন। এই বিস্ফোরণে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ, গুরুতর আহত হয়েছেন কয়েকশ মানুষ। এ ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে হতাহতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেকে।

আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’ তিনি আরও লিখেছেন, ‘মানুষ মানুষের জন্য। শত বিভেদ ভুলে আমরা সবার পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, লড়াই করছি। ধন্যবাদ এই নায়কদের। মানবতার আবারো জয় হলো। তাদের সবাইকে আমার স্যালুট।’

এর আগে আজ দুপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। সেখানেও আসে এই প্রসঙ্গ। তামিম বলেন, ‘যা হয়েছে তা অসম্ভব দুঃখজনক। আমাদের সবার দোয়া যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে। যখনই এরকম কোনো কিছু হয় আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি, যা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যে জায়গায় আছি না কেন ঢাকা, খুলনা… আমাদের সবাইকে নিজ দিক থেকে যতটুক পারি ছোট বড় যা সহযোগিতা করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি তারা সেরা চিকিৎসাসেবা পাবে, তারা সেরা সহযোগিতা পাবে সবার কাছ থেকে। তারা সুস্থ হয়ে উঠবে। আমাদের সবার দোয়া তাদের সঙ্গে আছে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। মুশফিক লিখেছেন, ‘চট্টগ্রাম থেকে পাওয়া খবরে খুবই মর্মাহত। আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি। শক্ত থাকুক সীতাকুন্ড। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com