বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম: মাহফুজুর রহমান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

মোঃ সোহেল, চট্টগ্রাম প্রতিনিধি ॥
চট্টগ্রাম নগরীর আলোচিত মাহফুজুর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এই মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়। অন্যদিকে, মো. আহসান প্রকাশ ইয়াছিন-কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ জানান, মামলায় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। যাবজ্জীবনপ্রাপ্ত আহসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২ মে সকালে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ারের পাশের একটি ঘর থেকে মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আসামিরা মাহফুজুর রহমানের হাত-পা বেঁধে, মুখে কাপড় গুঁজে এবং স্কচটেপ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর ঘটনাটিকে আত্মহত্যা প্রমাণ করার জন্য তার গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস লাগিয়ে দোতলা ভবনের সিঁড়ির গ্রিলে মরদেহ ঝুলিয়ে রাখে।

পুলিশের তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় ঘোষণা করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com