রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগর যুবলীগের শেখ রাসেলের জন্মদিন উদযাপন

মোঃ রোকন উদ্দিন, চট্টগ্রাম থেকেঃ নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেলের উদ্যোগে কাট্টলী নূরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ, পুরস্কার বিতরণ, উপকার সামগ্রী, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আকবরশাহ্ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ভূঁইয়া, কাট্টলী নূরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষিকা মঞ্জুরা বেগম, সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এম.ই.এস কলেজছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন লুভন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, ডাবলমুরিং থানা যুবলীগ নেতা ডালিম, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা জালাল উদ্দীন পিন্টু, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক-সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ,আজাদ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা আসফাক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবিব রবি, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com