মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ১২জনের মৃত্যু,আক্রান্ত ৭৭২

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, মঙ্গলবার করোনায় মারা গিয়েছিলেন ১০ জন, শনাক্ত হয়েছিলেন ৮৭৯ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৭২ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৪৪৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৭ শতাংশ।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে- লোহাগাড়া ৩, সাতকানিয়ায় ২৪ , বাঁশখালীতে ৮, আনোয়ারায় ৩৫, চন্দনাইশে ৮, পটিয়ায় ৮, বোয়ালখালীতে ৫৩, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৬২, ফটিকছড়িতে ২৬, হাটহাজারীতে ৭৫, সীতাকুণ্ডে ১৭ ও মিরসরাইয়ে ৭ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৯ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৮ হাজার ৩৩৮ জন। বাকি ২৪ হাজার ৩৪১ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮ জন নগরের বাসিন্দা, বাকি ৪ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৩৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৫৫ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com