বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ র‌্যাম্প মডেল আটক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ এক র‌্যাম্প মডেল ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব।

উদ্ধারকৃত এসব ইয়াবার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা। আটককৃতরা হলেন-মডেল সুমাইয়া আকতার (১৯) ও আর্টিস্ট অর্পন দাস (৩০) ও প্রাইভেটকার চালক মো. শরীফ (৩২)।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার শান্তিরহাট মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা কক্সবাজার থেকে নম্বরবিহীন একটি প্রাইভেটকারযোগে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া ) ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে একটি চক্র বড় ধরনের ইয়াবা চালান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ঢাকায় পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ এ তিনজনকে আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com