মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় পুলিশসহ নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক পুলিশসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়াদের মধ্যে ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম মনির। তবে অপর নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

শাহিনুজ্জামান বলেন, ঝাউতলা রেল ক্রসিংয়ে ষোলশহর থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও বাসকে ধাক্কা দেয় একটি ডেমু ট্রেন। এসময় রেল লাইনের গেট ফেলা হয়নি। ফলে সিএনজি অটোরিকশা ও বাস রেললাইনে চলে আসে। এসময় দ্রুতগতির একটি রেল গাড়িগুলোকে ধাক্কা দেয়। আর ট্রাফিক পুলিশ মনির রেললাইন থেকে গাড়িগুলোকে সরানোর চেষ্টা করছিলেন। রেল গাড়ির ধাক্কায় সিএনজি আটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গেছে।

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com