মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয়জন। এসময় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫০ শতাংশ।
সোমবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার (১৪ নভেম্বর) জেলায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ছয় জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে চার জন নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন ফটিকছড়ি ও একজন হাটহাজারীর উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৬ জন। বাকি ২৮ হাজার ২৮৮ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।