মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯২৮ জন। শনাক্তের হার ৩৪.০৬ শতাংশ।

শনিবার (৭ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষায় ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৬৩ জন ও বিভিন্ন উপজেলার ৩৬৫ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার দুই জন, সাতকানিয়ার ছয় জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার সাত জন, চন্দনাইশের পাঁচ জন, পটিয়ার ৩৩ জন, বোয়ালখালীর ৬০ জন, রাঙ্গুনিয়ার দুই জন, রাউজানের ৬৮ জন, ফটিকছড়ির ৩৮ জন, হাটহাজারীর ৯৯ জন, সীতাকুণ্ডের ৩০ জন, মিরসরাইয়ের চার জন ও সন্দ্বীপের এক জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৫৮৮ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৬ হাজার ৩৭৫ জন ও বিভিন্ন উপজেলার ২৩ হাজার ২১৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত আট জনের মধ্যে তিন জন নগরের বাসিন্দা, বাকি পাঁচ জন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬১১ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৩৩ জন।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৭ জনের। আক্রান্ত হয়েছিলেন এক হাজার ১১৪ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com