বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮৭ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০ জন। জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৮৯৭ জনে।

মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮ ও কক্সবাজারের ১ ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৬২ জন আর জেলার বিভিন্ন উপজেলার ৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৮৯৭ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৫২২ জন আর বিভিন্ন উপজেলার ১০ হাজার ৩৭৫ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৮৭ জনের। যার মধ্যে নগরীর ৪৩১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫৬ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com