বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৩ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৯ জন। জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৪৯৯ জন।

বুধবার (১২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের সাতটি ল্যাবে ৮৬৫টি নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৮২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২৭ জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত ৫১ হাজার ৪৯৯ জনের মধ্যে নগরীর ৪১ হাজার ২০৫ জন। আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ২৯৪ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। যার মধ্যে নগরীর ৪২৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৯ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com