মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮৫ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। করোনা শনাক্তের হার ৩৫.৩৫ শতাংশ।

রোববার (১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৯২ জন এবং বিভিন্ন উপজেলার ২৯৩ জন রয়েছেন।

তিনি আরও জানান, উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে, লোহাগাড়ার ২২ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালীর ১৫ জন, আনোয়ারায় ১৪ জন, চন্দনাইশ তিনজন, পটিয়ার ৪৪ জন, বোয়ালখালীতে ৩১ জন, রাঙ্গুনিয়ায় ৫৭ জন, রাউজানে ১৫ জন, ফটিকছড়িতে ২৭ জন, হাটহাজারীতে চারজন, সীতাকুণ্ডে ১৬ জন, মিরসরাই ১৩ জন ও সন্দ্বীপে ২১ জন রয়েছেন।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬২ হাজার ৭৮০ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২১ হাজার ৯১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নগরের বাসিন্দা, আর বাকি সাতজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৯৭ জন।

এর আগে, শুক্রবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১১ জন। ওই দিন করোনা আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৯২৭ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com