বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬২ জন। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ২৫ শতাংশ।
শনিবার (৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামে শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ। মৃত্যু হয়েছিল চার জনের।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৮টি ল্যাবে এক হাজার ৪৮ জনের নমুনা পরীক্ষায় ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৯৭ জন এবং বিভিন্ন উপজেলার ৬৫ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় একজন, সাতকানিয়ায় একজন আনোয়ারায় দুই জন, চন্দনাইশে একজন, পটিয়ায় দুই জন, রাঙ্গুনিয়ায় ১২ জন, রাউজানে তিন জন, ফটিকছড়িতে পাঁচ জন, হাটহাজারীতে সাত জন, সীতাকুণ্ডে ১৩ জন ও মিরসরাইয়ে ১৮ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৯৯৯ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৬ হাজার ৭৪৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ২৫৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরের বাইরের বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৩২ জন।
শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪২১ জন। মৃত্যু হয়েছিল চার জনের। শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ। বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৫২ জন। মৃত্যু হয়েছিল পাঁচ জনের। শনাক্তের হার ছিল ২৬.৭৭ শতাংশ। বুধবার (৩০ জুন) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। শনাক্ত হয়েছিল ৩৯৯ জনের। শনাক্তের হার ছিল ২৯.২৫ শতাংশ।