বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫ জনের

চট্টগ্রাম প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫২ জন, যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। করোনা শনাক্তের হার ২৬.৭৭ শতাংশ।

বৃহস্পতিবার (১ জুলাই ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১২ এপ্রিল সর্বোচ্চ ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৯৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৬ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ছয়জন, বাঁশখালীতে তিনজন, আনোয়ারায় পাঁচজন, চন্দনাইশে চারজন,পটিয়ায় চারজন, বোয়ালখালীতে আটজন, রাঙ্গুনিয়ায় ১২ জন, রাউজানে ১৪ জন, ফটিকছড়িতে ১৩ জন, হাটহাজারীর ৩৬ জন, সীতাকুণ্ডের ৩০ জন ও মিরসরাইয়ে ২১ জন রয়েছেন।

 

তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৩১৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৬ হাজার ২৬৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ৫৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। মারা যাওয়া তিনজন নগরের বাসিন্দা, আর দুইজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২২৯ জন।

এর আগে বুধবার (৩০ জুন) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যান ১০ জন। করোনা শনাক্ত হয়েছিল ৩৯৯ জনের। করোনা শনাক্তের হার ছিল ২৯.২৫ শতাংশ। মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনজন। করোনা আক্রান্ত হন ৩৬৮ জন। করোনা শনাক্তের হার ছিল ২৪.৪৩ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com